সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ বাসযাত্রী।
শনিবার ভোরে উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
কাজিপুর থানার ওসি সুমিত কুমার কুন্ডু জানান, ঢাকাগামী সুমন এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস শেরপুর হয়ে ধুনট-কাজিপুর আঞ্চলিক সড়ক দিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। ভোরে বাসটি রৌহাবাড়ী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ২ জন নিহত হন।
তিনি আরো জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
এসএস